ভিডিও

পুলিশ ব্র্যাকে ঢামেক ইনচার্জ ,নতুন ইনচার্জ ফারুক

প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৩, ২০২৪, ০৪:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পে দীর্ঘ বছর দায়িত্বে থাকা ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ ব্র্যাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (ইন্সপেক্টর) হয়েছেন মো. ফারুক।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন ইন্সপেক্টর মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পে যোগদানের জন্য উপস্থিত হন।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেছেন।  

২০১৩ সালে বাচ্চু মিয়া হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। তারপরে ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতালে ক্যাম্পে দায়িত্ব পান। তখন থেকেই টানা ৮ বছর দায়িত্ব পালন করেনি তিনি।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন। এছাড়া হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদের বদলির সিদ্ধান্ত হয়েছে। ইন্সপেক্টর বাচ্চু মিয়া সবার কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া নতুন ইন্সপেক্টর ফারুককে হাসপাতালে পরিচালকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS